উইমেনআই২৪ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১১ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করল দেশ। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে। একই সময়ে দেশে নতুন করে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয় গত ২৪ ঘণ্টায় এ সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এর আগের দিন শনিবার দেশে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
উইমেনআই২৪//ইউ//১-০৫-২০২২//৫:০৬ পিএম//