শাহীন মোলহেম: ঈদযাত্রায় কোন ধরনের অনিয়ম এবং বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যানবাহন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ। রবিবার (১ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে হঠাৎ হাজির হয়ে অভিযান পরিচালনা করেছে সংস্থাটির প্রধান। তিনি অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে বলে ও সর্তক করেছেন।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদার এ সময় কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা দেখে সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। অনিয়ম কমাতে শুধু বিআরটিএ একা কাজ করলে হবে না, পাশাপাশি যাত্রীদেরও এগিয়ে আসতে হবে। কোন অনিয়ম দেখলে ভ্রাম্যমাণ দলকে জানাতে হবে। বিআরটিএ অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বিরোধী অভিযান চলছে উল্লেখ করে নূর মোহাম্মাদ বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঈদের ছুটি বাতিল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে ঢাকা ছাড়াও সারাদেশের পরিবহন ব্যবস্থা তদারকি করা হচ্ছে।
বিআরটিএ প্রধান মহাখালী থেকে গাবতলি টার্মিনালে যান সেখানে ভিজিলেন্স টিমের কাজ তদারকি করেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে অভিযোগ নিয়ে সেটি সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখেছেন। অনিয়মের জন্য বেশ কিছু পরিবহনকে সতর্ক করেছেন।
উইমেনআই২৪ডটকম// জে // ০১-০৫-২০২২//০৪.১৬ পি এম