বিভাস কৃষ্ণ চৌধুরী টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার এলেঙ্গার পৌর মেয়র ঈদে ঘরমুখো মানুষের জন্য ২৫ টি অস্থায়ী টয়লেট নির্মাণ করেছেন। জানাযায়, উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গায় ২৩ টি রোডের যানবাহন যাতায়াত করে, প্রতিনিয়তই এই রোডে যানজটের কারনে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয় হাজার হাজার যাত্রীকে। প্রতি বছরই ঈদে দীর্ঘ যানজটের কারনে হাজারো যানবাহনে অগনিত মানুষ দীর্ঘ সময় যানজটের কবলে পড়ে মহাসড়কে অবস্থান করতে হয়। বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনের যাত্রী, চালক, হেলপার পেশাব, পায়খানা করার কোন সুযোগ না থাকায় অবর্ণনীয় দূর্ভোগের কবলে পড়েন। বিশেষ করে মহিলা যাত্রীদের কষ্টের কোন শেষ থাকেনা। এবার ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে এলেঙ্গা পৌর মেয়র নুর- এ আলম সিদ্দিকী এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ টি অস্থায়ী টয়লেট নির্মান করেছেন। যাতে করে ঘরমুখো লাখো মানুষ প্রকৃতির ডাকে কোন প্রকার বিরম্বনায় না পড়েন। ওই অস্থায়ী টয়লেটে র সাথে পানি ও পানির পাত্রের নিরাপদ ব্যবস্থাও রাখা হয়েছে বলে এলেঙ্গা পৌর মেয়র নুর -আলম সিদ্দিকী জানিয়েছেন। এলেঙ্গা পৌর মেয়র নুর – আলম সিদ্দিকীর এই মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, মোজহারুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামীলীগ নেতা ও এফ বি সি সি আই পরিচালক আবু নাসের, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী নেতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ সরকারসহ পরিবহন ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।
উইমেনআই২৪ ডটকম//এল// 10.25 am