উইমেনআই২৪ প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা না পেয়ে সালাউদ্দিন মিরন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। সালাউদ্দিন উপজেলার তমরুদ্দি ইউনিয়নের পূর্ব খিরদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা প্রহরী ছিলেন।
এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপ্ত চন্দ্র কুরি, চিকিৎসকের সহকারী ইফতেখার উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলীকে তাৎক্ষণিক ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, সকালে কর্মস্থলে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন সালাউদ্দিন। এ সময় সংস্থার লোকজন ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বা অন্য কেউ ছিল না। পরে স্বজনরা হাসপাতালের দ্বিতীয় তলায় যান নার্সদের খোঁজে। সেখানেও কোনো নার্স বা ওয়ার্ডবয়কে পাননি। এভাবে উপর-নিচে দৌড়াদৌড়ি করতে করতে তারা ক্লান্ত হয়ে যান। কিন্তু কোথাও কোনো চিকিৎসক, নার্স কিংবা অন্য কারো দেখা পাননি। একপর্যায়ে সালাউদ্দিন ছটফট করতে করতে বিনা চিকিৎসায় মারা যান।
এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি জানার পর তাৎক্ষণিক তিন জনকে শাস্তি হিসেবে ভাসানচরে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
উইমেনআই২৪ডটকম// জে // ২৪-০৪-২০২২// ৯.৩৪ পি এম