শাহীন মোলহেম: স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম ই-হেলথ,এমআইএস এর ইনর্চাজ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় একজন আর ঢাকার বাইরে একজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চলতি বছর ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি আছে।
এছাড়া ঢাকার ৪৭টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী দুইজন ভর্তি আছে। অন্যান্য বিভাগে ভর্তি আছে দুইজন। চলতি বছর ১ জানুয়ারী থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভর্তি রোগী ১৮২ জন। হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৭৮ জন বলে জানিয়েছে অধিদপ্তর।
২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
উইমেনআই২৪//ইউ//২১-০৪-২০২২//০২:৩৯ পিএম//