উইমেনআই২৪ প্রতিবেদক: সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও রেশন কার্ড করে দেয়ার নামে গাইবান্ধার গ্রামাঞ্চলের দরিদ্র নারীদের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সোমবার (১৮ এপ্রিল) গাইবান্ধায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধায় প্রতারণার শিকার ভুক্তভোগী নারী ও পুরুষরা টাকা ফেরতের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এর আগে ডিসি অফিসের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন আহসানুল হাবীব সাঈদ, নিলুফার ইয়াসমীন শিল্পি, রাহেলা সিদ্দিকসহ অন্যরা।
বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের পিয়ন নুরু ও মুক্তি নামের দুই ব্যক্তি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও রেশন কার্ড দেয়ার কথা বলে নারীদের কাছ থেকে ২ থেকে ১০ হাজার টাকা করে গ্রহণ করে। কিন্তু ২ বছর অতিবাহিত হলেও দরিদ্র নারীরা কার্ডও পায়নি এমনকি টাকাও ফেরত পায়নি। এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
উইমেনআই২৪ডটকম/জে//১৯-০৪-২০২২//১১.৪১ এ এম