উইমেনআই২৪ ডেস্ক: ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা। শুক্রবার দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদস্যরা বৃহস্পতিবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইনসহ কহিনুর বেগমকে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কহিনুর দীর্ঘ দিন ধরে মাদক স্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেস। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মাদক মামলা করেছে।
উইমেনআই২৪ডটকম/জে//১৫-০৪-২০২২//০৩.৫৬ পি এম