উইমেনআই২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর প্রাণহানির ঘটনায় ধাক্কা দেওয়া জাহাজসহ ১৪ নাবিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আটক করা হয় হয়েছে। নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করেন।
মোস্তাইন বলেন, ‘লঞ্চটিকে ধাক্কা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কাছে গিয়ে নোঙ্গর করেছিল এসকেএল-৩ নামের জাহাজটি। সেখান থেকে জাহাজের ক্যাপ্টেনসহ ১৪ নাবিককে আটক করেছেন নারায়ণগঞ্জের কোস্ট গার্ড সদস্যরা।’
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা করে বিআইডব্লিউটিএ।