উইমেনআই২৪ ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়ে বলা হয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আগামীকাল শুক্রবার ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান পাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা অনুযায়ী বন্ধ ছিল দোকানপাট ও শপিংমল। গত সোমবার থেকে ওই নির্দেশনা কার্যকর হয়। এরপর ৬ এপ্রিল এক প্রজ্ঞাপনের দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন খুলে দেওয়া হয়। ৭ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। এবার খুলে দেওয়া হলো শপিংমলও।