টাঙ্গাইল প্রতিনিধি: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত চার হাজার ৩৫০ জনের তালিকায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪ শিক্ষার্থী রয়েছেন। প্রসঙ্গত, গত ৪ মার্চ ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. সাদেকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সখীপুর উপজেলায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থানসহ সখীপুরের মোট ১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।’
উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জনিয়ে ডা. সাদেকুল ইসলাম তালুকদার বলেন, ‘এখন পর্যন্ত সখীপুর উপজেলা থেকে ১৪ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছি। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।’ এ ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে, সম্মিলিত মেধা তালিকায় সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী টাঙ্গাইলের সখীপুর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী তানভীন আহমেদ। তানভীন আহমেদ উপজেলার নলুয়ার আড়ালিয়াপাড়া গ্রামের মো. শাহজাহানের বড় ছেলে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন-
১. তানভীন আহমেদ-ঢাকা মেডিকেল কলেজ (সারাদেশের মেধায় দ্বিতীয়)
২. নোমান-সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়-২৩৫তম)
৩. শাশ্বত-সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মেধায়-৩৩৮তম)
৪. রাকিবুর রহমান-শের-ই-বাংলা মেডিকেল কলেজ
৫. অর্পি-ময়মনসিংহ মেডিকেল কলেজ
৬. রামিজা আক্তার-মুগদা মেডিকেল কলেজ
৭. সায়মা-কুমিল্লা মেডিকেল কলেজ
৮. ফারজানা মীম-কুমিল্লা মেডিকেল কলেজ
৯. কানিজ ফাতেমা কণা-ফরিদপুর মেডিকেল কলেজ
১০. ইশরাক ইনান সাদিদ-পাবনা মেডিকেল কলেজ
১১. ইশতিয়াক-পাবনা মেডিকেল কলেজ
১২. মারুফ-দিনাজপুর মেডিকেল কলেজ
১৩. সাইম আল রেজা-মুগদা মেডিকেল কলেজ
১৪. সাবিহা মাহবুবা তুলি-রাজশাহী মেডিকেল কলেজ।