উইমেনআই২৪ ডেস্ক: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের চতুর্থ দিনে শুটিং ডিসিপ্লিনে ১০ মিটার এয়ার পিস্তলে (নারী) স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনজিলা আমজাদ।
৫৬৯ স্কোর করে স্বর্ণ জিতেছেন আনজিলা। নেভী শ্যুটিং ক্লাবের আরমিন আশা ৫৬৩ স্কোর নিয়ে রৌপ্য জিতেছেন। আরদিনা আখি ৫৬২ স্কোর করে কুষ্টিয়া রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ জিতিয়েছেন।
শুটিংয়ের স্কিট ইভেন্ট হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিম ১০০ স্কোর করে স্বর্ণ জিতেছেন। ৮৪ স্কোর করে আর্মি শুটিং এসোসিয়েশনের সাব্বির আহমেদ রৌপ্য ও ৭৪ স্কোর নিয়ে দিনাজপুর রাইফেল ক্লাবের শিবলি সাদিক ব্রোঞ্জ পদক জেতেন।
এর আগে শনিবার দুটি ইভেন্টের স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩*৪০) নারী বিভাগের স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা।
২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে ৪৯১ স্কোর করে স্বর্ণ জেতেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রায়েহানুল।
নেভি শূটিং ক্লাবের শেখ শাহাদত আহমেদ ৪৮৯ স্কোর করে রৌপ্য ও কুমিল্লা রাইফেল ক্লাবের সেলিম আজাদ ৪৮০ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেন।
৫০ মিটার রাইফেল (৩*৪০) নারী বিভাগের স্বর্ণও আর্মি শুটিং এসোসিয়েশনের। ১১২৩ স্কোর করে আতকিয়া হাসান দিশা স্বর্ণপদক জেতেন।
১১ স্কোর কম করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আকতার রৌপ্য জেতেন আর ১১০৯ স্কোর করে আর্মি শুটিং এসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।