উইমেনআই২৪ ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সব মেডিকেল কলেজের পেশাগত এমবিবিএসের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, স্থগিত পরীক্ষা গ্রহণের পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এমবিবিএসের ২০২০ সালের নভেম্বর ও ২০২১ সালের জানুয়ারির পরীক্ষাগুলো আগামীকাল রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল।