উইমেনআই২৪ ডেস্ক: আগুন নিয়ন্ত্রণের মহড়ায় অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে নিজ বাসভবনে স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্য এবং কর্মকর্তা কর্মচারীসহ বাসার সবাইকে নিয়ে এই মহড়ায় মন্ত্রী অংশ নেন।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল মন্ত্রীর ধানমন্ডির বাসায় মহড়া পরিচালনা করে। ২ ঘণ্টার এই মহড়ায় বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, সিলিন্ডার গ্যাসে আগুন লাগলে নেভানোর পদ্ধতি শেখানে হয়। পাশাপাশি আগুন নিভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ শেষে মন্ত্রী বলেন, ‘প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।’