উইমেনআই২৪ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকেবেলায় বইমেলা ও বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ সুপারিশ করেছে।
এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, যে কোনো পরিস্থিতিতে বইমেলা চলবে। বুধবার বইমেলার সময় নতুনভাবে নির্ধারণ করা হয়েছে বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, গত মঙ্গলবার বইমেলা চলবে কী চলবে না এ নিয়ে বাংলা একাডেমির পরিচালকরা মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বইমেলা চালানো উচিত হবে কী হবে না এ নিয়েও বিভিন্ন পরিচালক মতামত দেন।