উইমেনআই২৪ ডেস্ক: আইজিপি বেনজির আহমেদ বলেছেন, ‘স্বাধীনতার পর এমন তাণ্ডব এর আগে দেখেনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। হেফাতজের হামলার সাক্ষী দিচ্ছে এইসব পোড়া গন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার এমন কোনো সরকারি স্থাপনা নেই যেখানে হামলা করেনি হেফাজত কর্মীরা। এ ঘটনায় তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার সকালে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রেসক্লাব, সার্কিট হাউজ কিংবা ডিসি অফিস কোনোকিছুই হামলা থেকে রক্ষা পায়নি। শুদ্ধ সাংস্কুতি চর্চা কেন্দ্র আলাউদ্দিন খা সঙ্গীত একাডেমি এমন ভাবে পোড়ানো হয়েছে যেনো একটি ধ্বংসস্তুপ। রক্ষা পায়নি ভূমি অফিসও। সেখানে থাকা অর্ধেকের বেশি গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে যার নকল কপিও সংগ্রহ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ভূমি অফিসের কর্মীরা।’
তিনি আরো বলেন, ‘হামলার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে।’
গত কয়েকদিনের হেফাজতের টানা হামলার চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশের আইজি বেনজির আহমেদ। পরে মতবিনিময় করে হেফাজতের কর্মকাণ্ড মোকাবেলা ও হামলাকারীদের শনাক্তের জন্য জেলার সর্ব মহলের সহযোগিতা চান তিনি।