উইমেনআই২৪ ডেস্ক: হেফাজতে ইসলাম এবং স্বাধীনতাবিরোধী পাকিস্তানপন্থি জামায়াত শিবিরের সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
সোমবার গণমাধ্যমে পাঠানো পেশাজীবী প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘‘মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র অনুষ্ঠানের যোগদানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত শিবির কর্তৃক প্রতিবাদের নামে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, সরকারি গণগ্রন্থাগার, জেলা শিল্পকলা একাডেমিসহ সরকারি ও বেসরকারি ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও তারা হরতালের নামে ছোট-ছোট অবুঝ শিশুদের রাস্তায় নামিয়ে রাস্তা অবরোধ, গাড়ি ভাংচুরের মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। তাদের এই সকল দেশ বিরোধী ঘৃণ্য কাজের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জামায়াত শিবিরের দেশ বিরোধী সহিংস আন্দোলনের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য সারাদেশের প্রকৌশলী সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামায়াত শিবিরের এই হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ সহিংস আন্দোলন বন্ধ করে সাধারণ জনগণের ভোগান্তি দূর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’’