উইমেনআই২৪ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দ্য নিউনেশন পত্রিকার সিনিয়র সাব-এডিটর কাইয়ুম খান মিলন আর নেই।
সোমবার বিকাল তিনটায় তেজগাঁয়ের ইমপালস্ হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্ব^জন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা মিরপুরের কালশীতে সাংবাদিক কলোনী মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে কালশী কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে কাইয়ুম খান মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।