উইমেনআই২৪ প্রতিবেদক: সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে স্বাগত জানানো হয় বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একান্তে বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী। আলোচনা হয় উভয় দেশের স্বার্থ সোংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক যোগাযোগসহ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সিদ্ধান্ত হলেও এখন পযন্ত চুক্তি হয়নি।