ফারহানা নাজনীন: সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তায় পরিণত করে বেকারত্ব দূর, দারিদ্র্যমোচন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘অঙ্গশ্রী ইভেন্ট প্ল্যানার’ নামে একটি নারী সংগঠনের ৩ দিনব্যাপী মেলা হয়ে গেলো।
গত রবিবার রাজধানীর উত্তরা আজমপুরে রবীন্দ্রস্বরণীতে উদ্যোক্তা তৈরির এ সংগঠনটির ‘তরুণ উদ্যোক্তা মেলা ২০২১’ শিরোনামে এ মেলা শুরু হয়ে গত মঙ্গলবার শেষ হয়ে গেলো। মূলত চাকরিমুখী না হয়ে উদ্যোক্তা হিসেবে আগ্রহী করতে সংগঠনটি তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, ব্যবসা পরামর্শ ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনসহ এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বিবিয়ানা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লিপি খন্দকার। মেলার আয়োজক অঙ্গশ্রী ইভেন্ট প্ল্যানার এর স্বত্বাধিকারী আলিয়্বাহ ফেরদৌসী।
মেলার আয়োজক আলিয়্বাহ ফেরদৌসী বলেন, ‘এই মেলায় ঢাকা শহরের প্রায় ৩৪ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।’
স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় দর্শক ও ক্রেতারা বিনামূল্যে প্রবেশ করেন তিন দিনব্যাপী এ মেলায়।।
মেলায় ছিল উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য-শাড়ি, পাঞ্জাবী, সালোয়ার-কামিজ, টপস, কাপল ড্রেস, বাচ্চাদের পোশাক, ফ্যামিলি ম্যাচিং ড্রেসসহ বাহারি নকশার খাদি পোশাক।
নারী উদ্যোক্তাদের প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সখ্যতা গড়ে তুলতে এই মেলা কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন মেলার আয়োজক। তিনি আরো বলেন, মেলার দ্বিতীয় দিন ছিল বাংলাদেশি নায়িকাদের নিয়ে গানের একটি আয়োজন।