উইমেনআই২৪ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর সকল গণহত্যার চেয়ে ২৫ মার্চের গণহত্যা সবচেয়ে জগণ্যতম হত্যাকাণ্ড।’
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে অথচ পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালীদের উপর ২৫ মার্চের গণহত্যা নিয়ে কথা বলে না।’
এসময় তিনি আরো বলেন, ‘৭৫ এর নিকৃষ্টতম হত্যার মধ্যদিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় বসে। তারপর হত্যাকাণ্ডের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে রক্ষা করেছেন। বঙ্গবন্ধুর শুরু করা যুদ্ধাপরাধীদের বিচারের পথ বন্ধ করেছেন। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়াও একই পথ ধরে ক্ষমতায় ছিলেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকল দেশথেকে যখন শুভেচ্ছাবাণী পাঠাচ্ছে। কিন্তু বিএনপি সহ সেই ৭৫ এর ১৫ আগষ্ট, ৩ নভেম্বর, ২০০৪ সালের খুনি ঘাতক এবং ২০১৩ সাল থেকে ২০১৪ নাল পর্যন্তযারা আগুণে পুড়িয়ে মানুষ হত্যার ঘাতকতের মনে আজ শান্তি নেই।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন উত্তর মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ ফযলুর রহমান। পরিচালনা করেন দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিক্ষান্ত্রী ডা.দিপুমনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক,মাহবুবুল আলম হানিফ এমপি,মির্জা আযম এমপি ও মহানগরের সভপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।