উইমেনআই২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন খ্রিষ্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।
বুধবার ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা’র ৮ম দিনে এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই বাংলাদেশ বিনির্মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন এই দেশের মানুষ যেন শান্তি, সুরক্ষা ও স্বাধীনভাবে বসবাস করতে পারেন। এটাই ছিল তার ভিশন।’
বাংলাদেশ সফরের কথা স্মরণ করে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমার মনে বাংলাদেশ সবসময় বিশেষ জায়গা দখল করে আছে। জাতি গঠন এবং উন্নয়নে ভ্যাটিক্যান সিটির সর্বদা সমর্থন থাকবে। তাই আমি আশা করছি উভয় পক্ষের মধ্যে ভালো সম্পর্ক আরো জোরদার হবে।’
শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংসদ সদস্য জনাব এ এইচ মাহমুদ আলী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান।