উইমেনআই২৪ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রদেশের গোয়ালিয়র জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে'র বরাতে জানা গেছে, বাস-অটোরিকশার সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে মারা যান আরো তিন জন। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং অটোরিকশার চালকও রয়েছেন।
গোয়ালিয়রের পুলিশ সুপার অমিত সঙ্ঘি জানান, বাসটি মোরেনা এলাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গোয়ালিয়রের পুরানি ছাওয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টায় দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় থাকা নারী যাত্রীরা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে ৪ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।