উইমেনআই২৪ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার বিকাল তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, দমকল বাহিনীর উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, ‘উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুপুরে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সবাই একযোগে কাজ করছে।’