উইমেনআই২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত হলেন।
সোমবার এ পুরস্কার ঘোষণা করা হয়। অহিংস ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের লক্ষ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
পুরস্কার ঘোষণাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু। ভারতীয়দের কাছেও তিনি নায়ক। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকেও বন্ধুত্বপূর্ণ করেছে। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরো শক্তিশালী হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, ২০১৬ সালের পুরস্কার বিজেতা অক্ষয় পাত্র ফাউন্ডেশন, ২০১৭ সালের জন্য পেয়েছে একল অভিযান ট্রাস্ট এবং ২০১৮ সালের জন্য পুরস্কারপ্রাপক ইয়োহেই সাসাকাওয়া।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে ভারত সরকার। ওই বছর মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এ পুরস্কার চালু করে। প্রত্যেক পুরস্কারজয়ীকে পুরস্কার জয়ের সম্মাননা হিসেবে ১ কোটি টাকা করে দেওয়া হয়। পাশাপাশি সম্মানি বাবদ দেওয়া হয় স্মারক, প্রশংসাপত্র এবং একটি ঐতিহ্যবাহী কোনোকিছুর হস্তনির্মিত কারুকার্যখচিত জিনিস।