ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। শনিবার নিউজিল্যান্ডের ডুনেদিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ-নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জয়ের স্বাদ পায়নি টাইগার ক্রিকেটাররা। তাই প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের লক্ষ্যেই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে সফররত বাংলাদেশ দল। অধরা জয়ের নেশায় মুখিয়ে থাকা রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা স্বাগতিকদের হারানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
১৯৯০ সালের ২৮ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ২০০৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছিল সিনিয়র টাইগাররা।
অবশেষে অধরা জয় ধরা দিয়েছিল ২০০৮ সালে। সেদিন জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মর্তুজাদের কল্যাণের কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টিম বাংলাদেশ।
ওইদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছিলেন মাশরাফি। আর আব্দুর রাজ্জাক নিয়েছিলেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জুনায়েদ সিদ্দিকের ৮৫ এবং মোহাম্মদ আশরাফুলের অবিচ্ছিন্ন ৬০ রানের ইনিংসের উপর ভর করে ৪৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
ওয়ানডেতে এখন পর্যন্ত দুদল মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচে। অবশিষ্ট একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০১৭ সালে কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জয় পায় তামিমরা। ম্যাচটিতে টাইগাররা জিতেছিল ৫ উইকেটে। সেদিন বাংলাদেশ দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে হতাশার খবর হচ্ছে, শেষ চার ম্যাচের একটিতেও জিমি নিশামদের হারাতে পারেননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।