উইমেনআই২৪ ডেস্ক: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে কয়েক শ মানুষের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার সংগঠনটির সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্যোগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এখন দেশে স্বাধীনতার ৫০ বছর অনেক আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের চূড়ান্ত অনুষ্ঠান পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বাংলাদেশে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন আগামী ২৬ মার্চ। ঠিক এমন সময়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই বর্বর, অমানবিক, ন্যক্কারজন ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় সম্প্রীতি বাংলাদেশ গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সম্প্রীতি বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে একটি সংঘবদ্ধ প্রতিক্রিয়াশীল অপশক্তি আবারো এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার হীন চেষ্টায় রত।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তখন এ ধরণের অপতৎপরতা আমাদের উদ্বিগ্ন করে।’