উইমেনআই২৪ ডেস্ক: কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বুধবার প্রথম প্রহরে রাজধানীর হাতির ঝিলের এম্ফিথিয়েটারে এই কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শাজাহান খান এমপি, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোরশেদ আলম এমপি, ঢাকা উওর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আরো অনেকে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকাল থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশ-বিদেশের শতাধিক জনপ্রিয় সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং একাধিক ব্যান্ডদল অনুষ্ঠান উপস্থিত ছিলেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা সকলকে বিমোহিত করছে।