মিলি সুলতানা: ‘‘অপ্রত্যাশিত খবরটা শোনার পর থেকে খুব বিমর্ষ হয়ে আছে মন। অ্যাঞ্জেল ডি' মারিয়া - আর্জেন্টাইন জাতীয় দলের ফুটবলার। মাঠে তাঁর পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। কয়েক ঘন্টা আগে ফ্রান্সের প্যারিসের বাসভবন থেকে তাঁর স্ত্রী জর্জেলিনা কার্ডেসো ও তাঁর দুইমেয়েকে বাসা থেকে কিডন্যাপ করা হয়। ডি' মারিয়া তখন বাসায় ছিলেন না। তিনি একটি ম্যাচে খেলছিলেন তখন। প্রাথমিক খবরে বলা হয়েছে, দুর্বৃত্তরা সুরক্ষিত গেট ও দরোজা ভেঙে বাসায় ঢোকে এবং ডাকাতি করে। ডাকাতি শেষে জর্জেলিনা ও তাঁর দুইমেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই খবর পৌঁছে যায় টিম ম্যানেজারের কাছে। ডি' মারিয়া তখনও এই ভয়ংকর খবর সম্পর্কে জানতেন না। খেলার ৬২ মিনিটের মাথায় মাঠ থেকে তুলে নেয়া হয় তাঁকে। এসকর্ট করে তাঁকে লকার রুমে নিয়ে যাওয়া হয়। জানা গেছে দুর্বৃত্তরা যাওয়ার সময় ডি' মারিয়ার উদ্দেশ্যে মেসেজ ছুঁড়ে গেছে, "আমরা তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। সকালে ফেরত দিয়ে দেব"! তবে এই উক্তির কথা গোপন রাখা হয়েছে। অ্যাঞ্জেল ডি' মারিয়া তারকা ফুটবলার। তাঁর বার্ষিক আয় ৭ মিলিয়ন (ইউরো)। সম্পদের পরিমাণ ১৮ মিলিয়ন (ইউরো)। তবে কি উদ্দেশ্যে তাদের কিডন্যাপ করা হয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় ডি' মারিয়া স্তব্ধ হয়ে গেছেন। তিনি কারো সাথে কথা বলছেন না।’’