উইমেনআই২৪ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্র’ শিরোনামে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বর থেকে ৫১টি নারী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
পদযাত্রাটি শহীদ নুর হোসেন স্কোয়ার থেকে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ঢোলক বাজনা, গান ও শ্লোগানসহ আব্দুল গনি সড়ক, হাইকোর্ট, ঈদগাহ হয়ে মৎস ভবনের পাশ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সংলগ্ন গেইট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। পদযাত্রা শেষে ঢুলির বাজনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন রেহানা সামদানী, এছাড়াও গানসহ ফেস্টুন প্রদর্শণ, নৃত্য ও গান পরিবেশন হয়। কবিতা আবৃত্তি করেন ইকবাল আহমেদ। লিঙ্গ রূপান্তরিত নারী জয়া এবং আদিবানী নারী মায়া চাকমা তাদের জীবনের গল্প তুলে ধরেন।
নারী ব্যান্ড দল এফ. মাইনরের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন পেশার, বয়সের, লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী, বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করেন।