উইমেনআই২৪ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগের নেতৃত্বে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দান করেন।
এসময় আওয়ামী লীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন, ‘আদর্শগত দিক বিবেচনা করে নূর-ই-আলম চৌধুরীর সাথে থেকে আজীবন আওয়ামী লীগ করে যাব।’