উইমেনআই২৪ ডেস্ক: প্রায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ধর্ষন করেছিলেন বলে অভিযোগ করেছিলেন কলামিস্ট, সাংবাদিক ই জ্যাঁ ক্যারোল। এবার ধর্ষক ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে চান বলে জানিয়েছেন তিনি।
ক্যারোল জানিয়েছেন, একবার মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সব ক্ষোভ ঝাড়তে চান দুই দশকেরও আগে তাকে ‘ধর্ষণকারী’ ট্রাম্পের ওপর। এ জন্য তিনি ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে মামলা করার চেষ্টা করছেন। এ বছরেই পরের দিকেই তিনি মামলাটি করতে পারেন। এ জন্য আইনজীবী নিয়োগ করেছেন।
চলতি সপ্তাহে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ক্যারোল। তিনি বলেছেন, ‘আমি এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছি, যেদিন তার (ট্রাম্পের) মুখোমুখি একটি রুমে বসবো। এমনটা আমি প্রতিদিনই ভাবি।’ উল্লেখ্য জ্যাঁ ক্যারোলের বয়স এখন ৭৭ বছর। তিনি বিখ্যাত ইলি ম্যাগাজিনের কলামনিস্ট। এখন তিনি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করবেন।
তিনি বলেন, ‘প্রতিটি দিন আমি ওই নারকীয়তার কথা ভাবি।’ এর আগে ধর্ষণের অভিযোগ করলে ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্প তাকে ‘আমার উপযোগী নয়’ বলে মন্তব্য করেন। এ কারণে মানহানির মামলা করেছিলেন ক্যারোল। কিন্তু ট্রাম্প তখন প্রেসিডেন্ট। এ জন্য তিনি আইন মন্ত্রণালয় থেকে ওই মামলা বিলম্বিত করার জন্য সাহায্য চান।
ক্যারোল বলেন, ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট নেই। এ বছরই তার বিরুদ্ধে নতুন করে তিনি অভিযোগ করছেন। এতে বলা হয়, ক্যারোল অভিযোগ করেছেন ১৯৯৬ সালে ম্যানহাটানে বার্গডর্ফ গুডম্যান ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি ক্যারোলকে কখনো চেনেনই না। এমনকি তিনি ‘আমার উপযোগী নন’ বলে মন্তব্য করেন। ট্রাম্প অভিযোগ করেন, ক্যারোল তার নতুন বইয়ের বিক্রি বাড়াতে এসব অভিযোগ করছে। রয়টার্স, ডেইলি মেইল।