উইমেনআই২৪ ডেস্ক: সানি লিওন ছিলেন এক সময়কার জনপ্রিয় পর্ন তারকা। কানাডায় জন্ম নেয়া এই তারকা একসময় বলিউডেও জায়গা করে নেন। তবে সাবেক পর্ন তারকা হলেও তার জনপ্রিয়তার কোন কমতি নেই।
সাম্প্রতিক বছরগুলোতে গুগল সার্চে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে বেশি খোঁজা হয়েছে এমন কথাই বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে। এমনকি ভক্ত সংখ্যাতেও শীর্ষদের মধ্যে তিনি একজন।
সাধারণত অন্য দিনের মতো গতকাল সোমবার সকালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছিলেন সানি। এদিন ফেসবুকে তাকে উষ্ণতা ছড়াতেও দেখা গেল। তবে সোমবারের উষ্ণতা বোধহয় একটু বেশিই ছিল তার পোস্ট করা পাঁচটি ছবিতে।
ওই পাঁচ ছবিতে তাকে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা যাচ্ছে। যেন হলুদ রঙের মনোকিনি'তে ফেসবুক মাতিয়ে তুলেছেন। ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুল আর পানিতে ভেজা শরীর সুইমিংপুলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
মজার বিষয় হলো- সানির এই ছবি পোস্ট করার প্রথম ৯ ঘণ্টার মধ্যে ৭৩ হাজার লাইক পড়েছে। মন্তব্যের ঘরও উষ্ণ উষ্ণ মন্তব্যে ভরে গেছে। তবে বলা যায়, এভাবে লাস্যময়ীরূপে ক্যামেরাবন্দি হয়ে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন বটেই সানি লিওন।