উইমেনআই২৪ ডেস্ক: নির্মাণ কাজ করার সময় পাইপ লিক হয়ে নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটেছে।
শুক্রবার দুপুরে ঘোড়াশাল ১ নং সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। কিন্তু ৩ ঘণ্টায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, ‘সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। এতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়া মাত্র আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কোনও স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।