উইমেনআই২৪ ডেস্ক: করোনার টিকা নিলেন ‘নগর বাউল ’খ্যাত রকস্টার জেমস। গতকাল বুধবার দুপুরে শাহবাগের বিএসএমএমইউতে করোনার টিকা নেন তিনি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'জেমস ভাই নিজে উদ্যোগী হয়েে করোনার টিকা নিয়েছেন। সেইসঙ্গে দেশবাসীকেও মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।'
তিনি আরও বলেন, ‘রকস্টার জেমস শুরু থেকেই ভ্যাকসিনের ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।'
এরআগে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা মঙ্গলবার এই টিকা গ্রহণ করেন।