উইমেনআই২৪ ডেস্ক: বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকার দলীয় দুই পক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুরে বগুড়া পরিবহন মালিক শ্রমিক কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া পরিবহন মালিক শ্রমিক সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।