উইমেনআই২৪ ডটকম: কানাডায় বাংলাদেশি অভিবাসীদের ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু করেছে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস। কানাডায় কত জন বাংলাদেশি-কানাডিয়ান আছে, তার কোনো সঠিক পরিসংখ্যা নেই।
বৃহস্পতিবার থেকে এই নিবন্ধের ফর্ম দূতাবাসের ওয়েব সাইডে যুক্ত করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড খলিলুর রহমান এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার এক মাসের মধ্যে এই কাজটি শুরু হলো।
খলিল বৃহস্পতিবার জানান, এই তালিকায় শুধু বাংলাদেশি-কানাডিয়ানই নয়; পর্যায়ক্রমে অন্যান্য ক্যাটাগরির অভিবাসীরাও যুক্ত হবেন। যেমন, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষার্থী। ইত্তেফাক