উইমেনআই২৪ ডেস্ক: জাপানে ফ্রিজে মায়ের মরদেহ লুকিয়ে রাখার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইউমি ইয়োশিনো মৃত ওই নারীর মেয়ে।
শুক্রবার জাপানের রাজধানী টোকিওর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউমি ইয়োশিনো নামের ওই নারী ভাড়া দিতে না পারায় সম্প্রতি তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়। পরে একজন পরিচ্ছন্নকর্মী ইয়োশিনোর ফ্রিজ থেকে তার মায়ের মরদেহ উদ্ধার করে।
গ্রেফতার হওয়ার পর ৪৮ বছর বয়সী ইউমি ইয়োশিনো জানিয়েছেন, ১০ বছর আগে তার মা মারা যান । তখন তিনি তার মায়ের মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে , ইয়োশিনো এবং তার মা একই অ্যাপার্টমেন্টে থাকতেন। ইয়োশিনোর ভয় ছিল যে মায়ের মৃত্যুর খবর জানাজানি হলে তাকে সেখান থেকে উচ্ছেদ করা হতে পারে।
জাপানের কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে যে মৃত্যুর সময় ওই নারীর বয়স হয়েছিল ৬০ বছর এবং তার নামে ঐ অ্যাপার্টমেন্টটি লিজ নেওয়া ছিল।
জাপান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধ নারীর দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।