উইমেনআই২৪ ডেস্ক: মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস খুলে দেয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরীক্ষা শুরুর উপর নির্ভর করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যবস্থা করা হবে। এ জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টগণ সভায় উপস্থিত ছিলেন।