উইমেনআই২৪ ডেস্ক: ছোটবেলার বানরের তৈলাক্ত বাঁশে উঠার অংক সমন্ধে প্রায় সবারই জানা। এবার বাস্তবেই তৈলাক্ত কলাগাছে বেয়ে উঠার খেলায় মাতলো মানুষ। আর এ খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে তৈলাক্ত কলাগাছে বেয়ে উঠার এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রাণের খেলার আয়োজনে করোনা আতঙ্কে দীর্ঘদিন ধরে নির্মল বিনোদনহীন অবস্থায় থাকা বিভিন্ন অঞ্চলের শত-শত নারী-পুরুষের এমন ঢল নামে।
উন্মুক্ত তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় ২৫ প্রতিযোগী অংশ নেন। আর লাল ও সবুজ দল নামে গ্রামের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দলের ২০ জন কাবাডি খেলায় অংশ নেন। কাবাডি খেলায় সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে স্বল্পতম সময়ে তৈলাক্ত কলাগাছে উঠা খেলায় সাদ্দাম হোসেন প্রথম, ফজলে রাব্বি দ্বিতীয় এবং মো. রহমত উল্লাহ তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু প্রধান অতিথি, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেন ও পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।