উইমেনআই২৪ ডেস্ক: করোনা পরিস্থিতিতে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের মনে মরার ভয় জেগে ওঠেছে। তাই তিনি শখ মেটাতে তাঁতের শাড়ি কিনেছেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজের একটি পোস্টে মৃত্যু নিয়ে এমন শঙ্কার কথা তুলে ধরেন। অবশ্য ২০১৬ সালের পোস্টটিই তিনি পুনরায় এ বছরের সোমবার পোস্ট করেছেন।
পোস্টে তিনি লিখেন, ‘আজ একটি তাঁতের শাড়ির দোকানে গিয়েছিলাম। কিনেছি কিছু, খুব দামি নয়, আবার তিনশ'-চারশ টাকারও নয়। একজন জিজ্ঞেস করলো, 'তোমার তো অনেক শাড়ি, তবে যে আরও শাড়ি কিনছো!' আমি বললাম, 'তাড়াহুড়ো করে শখ মিটিয়ে নিচ্ছি। কবে দুম করে মরে যাবো কে জানে!' ফের প্রশ্ন,' হঠাৎ মরার চিন্তা আসছে কেন?' বললাম, 'হয়তো আসতো না, কিন্তু চোখের সামনে টুপটুপ করে আত্মীয়রা বন্ধুরা যেভাবে মরে যাচ্ছে, এদিকে আমার লিভারটিতেও নাকি গাদা গাদা ফ্যাট জমেছে। ভরসা পাই না'।’