উইমেনআই২৪ ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় নসিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার সন্ধ্যায় উপজেলার মদনডাঙ্গায় এ হতাহতের ঘটনা ঘটে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার মনতাসিরুল ইসলাম জানান, নিহতরা সকলেই নসিমনের যাত্রী ছিলেন।
পুলিশ বলেছে, মদনডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার এ যানটির সঙ্গে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।