উইমেনআই২৪ ডেস্ক : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বোন জেসমিন আনোয়ার আর নেই। বৃহস্পতিবার রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত জেসমিন পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেনের সহধর্মিণী।
শুক্রবার বাদ জুমা মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্বামী, দুই পুত্র ও এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম অংশগ্রহণ করেন।