উইমেনআই২৪ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে প্রায় সাড়ে ৯ কেজি সাপের বিষসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ অভিযান চালায়। জব্দকৃত বিষের আনুমানিক বাজার মূল্য ৭৫ কোটি টাকা।
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারা হলেন- মাসুদ রানা (২৪), ছফির উদ্দিন শানু (৫০), তমজিদুল ইসলাম (৩৪), আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ছয়জন একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি সাপের বিষ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা থাকায় বিভিন্ন জায়গা থেকে তারা বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।