উইমেনআই২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে। ১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এর আগে ২০০৭ সালে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর সফরে যাওয়ার সাহস পায়নি আফ্রিকানরা। তবে ২০১০ এবং ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ খেলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৬ জানুয়ারি পাকিস্তানের করাচিতে পৌঁছবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২৬ থেকে ৩০ জানুয়ারিতে করাচির জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৪-৮ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।