উইমেনআই২৪ ডেস্ক : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবকের প্রাণহানি হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজিব (১৯), সোহান (১৯) ও ফয়সাল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।