উইমেনআই২৪ ডেস্ক : ইসরাইলি লক্ষ্যবস্তুতে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। বৃহস্পতিবার ইসরাইল সরকার এ তথ্য জানিয়ে সতর্কবার্তায় বলেছে, বিদেশে থাকা দেশটির লক্ষবস্তুতে আঘাত হানতে পারে ইরান।
সম্প্রতি ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিযাদেকে তেহরানে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইল কে দায়ী করেছেন ইরান। যদিও ইসরাইল এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। তবে ইরান জানিয়েছে এই হামলার প্রতিশোধ নেবে তারা।
এ নিয়ে সতর্কবার্তায় ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, ইরান তার প্রতিবেশী দেশ জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক , সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইনে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।