১১ দেশকে ভিসা দিবে না সংযুক্ত আরব আমিরাত। দেশগুলোর মধ্যে পাকিস্তানও রয়েছে বলে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
ইসলামাবাদের দাবি, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সরকারের নতুন ভিসার নির্দেশে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের কয়েক ক্যাটাগরির ভিসা রয়েছে। তবে এটি এখনো জানা যায়নি যে কোন কোন ক্যাটাগরির ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব আমিরাত সরকার ।