ঢাকা-বরিশাল রুটের লঞ্চ এমভি সুন্দরবন-১১-এর লঞ্চের ছাদে অজ্ঞাত যুবকের (২৫) রক্তাক্ত লাশ পাওয়া গেছে।
লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বে থাকা আনসার সদস্য লস্কর ও নৌপুলিশ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে পৌঁছায় লঞ্চটি।যাত্রীরা নেমে গেলে লঞ্চ ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়ামোছা শুরু করেন । এ সময় ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তৎক্ষ?ণাৎ তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৗঁছায়।
নৌপুলিশের ওসি মো. মামুন বলেন, ‘ওই যুবকের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। হত্যা ক্লু উদঘাটনে কাজ চলছে।’