ঢাকা, বাংলাদেশ

বুধবার, অগ্রহায়ণ ২১ ১৪৩০, ০৬ ডিসেম্বর ২০২৩

English

অপরাধ

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ৪

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী থেকে

প্রকাশিত: ১৭:০৪, ১২ নভেম্বর ২০২৩

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ৪

ছবি: হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ...

নোয়াখালীতে বেগমগঞ্জে যৌতুকের দাবিতে নাজমা আক্তার (২০) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। গ্রেফতাররা হলেন, গৃববধূর স্বামী মো. রাসেল, শ্বশুর ফখরুল ইসলাম, শাশুড়ি সফুরা বেগম ও দেবর মামুন।  

রবিবার (১২ নভেম্বর) বিকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের উজির আলী জমাদার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।  গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার রুস্তম ড্রাইভার বাড়ির মো. ইউসুফের মেয়ে। 

ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের সিএনজি চালক মো. রাসেলের সঙ্গে  পারিবারিকভাবে তার বিয়ে হয়। আমাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী রাসেল বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য সংসারে কলহ করত। কিছু দিন আগে সে তার সিএনজি চালিত অটোরিকশাটি বিক্রি করে দেয়। 

তিনি অভিযোগ করে আরো বলেন, ‘গত ৬ নভেম্বর নতুন একটি সিএনজি চালিত অটোরিকশা কেনার জন্য দুই লক্ষ টাকা আমার বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য সে আমাকে বাবার বাড়িতে পাঠায়। শনিবার দুপুরের দিকে সে আমার কাছে টাকা চেয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে চেষ্টা করে। ওই সময় আমি বাধা দিলে আমার শ্বশুর-শাশুড়ির উপস্থিতিতে রাসেল আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে আমাকে ২৫০ জন্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, তৈল জাতীয় পদার্থ দিয়ে শরীরে আগুন দেওয়া হয়েছে। তার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গেছে।  

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমেনা বেগম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যৌতুক আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউ

ইসির নিবন্ধন পাচ্ছে ২৯ পর্যবেক্ষক সংস্থা

শুভেচ্ছাদূত হলেন পরীমণি

 ২৭ তম কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব

বরের সঙ্গে ছুটি কাটাতে সাগরে, হাঙরের কামড়ে নারীর মৃত্যু!

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

পরীমনির চমক

ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বোঝার উপায়

নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার 

নারী নির্যাতন প্রতিরোধে মহিলা পরিষদের সভা

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত রেজওয়ানা এলভিস

বাগেরহাটে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

শেখ হাসিনার বিপক্ষে লড়বেন যে ৪ প্রার্থী

মোরেলগঞ্জে মাঠে পাকা ধান, বন্যার আতংকে কৃষক

ঠাকুরগাঁওয়ে বসেছে ‘শামুক শাহ জিন্দা পীরের মেলা’

SBACBank