ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৬ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার মুল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং এই কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়ক হতে ২ কি.মি. অভ্যন্তরে বিজয়নগর উপজেলার আমতলী বাজার নামক এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কাভার্ডভ্যানে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
এছাড়াও গত ২১ আগস্ট ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী ও ক্রিম। গত ২০ আগস্ট ২ কোটি ৪ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস সামগ্রী এবং গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিকস্ সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করতে সক্ষম হয়।
ইউ